সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা, ১৫ নভেম্বর: প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Late Actor Soumitra Chatterjee) মরদেহ দুপুর দুটোর সময় বেল ভিউ হাসপাতাল থেকে গলফ গ্রিনের বাড়িতে এসে পৌঁছয়। সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে গিয়ে পৌঁছয়। রবীন্দ্রসদনে (Rabindra Sadan) সসম্মানে দেহ রাখা হয়েছে। সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁর মরদেহ শায়িত থাকবে। তারপর নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Actor Soumitra Chatterjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি বলেন, "আমরা আমাদের ইতিহাসকে হারিয়েছি আজ। সৌমিত্রবাবু শিখরের চুড়ায় উঠেছিলেন। অনেক সংঘর্ষ করে তিনি ওখানে পৌঁছেছিলেন। তাঁর প্রয়াণে আমাদের অনেক ক্ষতি হল, বাংলার দুঃখের দিন। বাংলা চলচ্চিত্র, নাটকের দুঃখের দিন। তিনি শেষ জীবনেও অনেক কাজ করেছেন।" আরও পড়ুন, মৃত্যুর সঙ্গে 'তিনপাত্তি' খেলা শেষ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের; ফিরে দেখা তাঁর অভিনীত অনবদ্য বাংলা চলচ্চিত্রগুলি

মুখ্যমন্ত্রী জানান, ২টো সময় হাসপাতাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও, এরপর রবীন্দ্র সদনে দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে দেহ রাখা থাকবে। সাড়ে ৫টার পর কেওড়াতলা মহাশশ্মানে (Keoratola Mahasashan) শেষ কৃত্য হবে। পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।