কলকাতা, ১৮ নভেম্বর: কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)? ব্রেন স্ট্রেক এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কেমন আছেন 'জিয়ন কাঠি' অভিনেত্রী? বিষয়টি নিয়ে চিন্তায় অভিনেত্রীর (Actor) অসংখ্য শুভানুধ্যায়ী। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা। তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এমনকী, তাঁর চোখের পাতাও নড়ছে না সেভাবে। ফলে অভিনেত্রীকে শিগগিরই সুস্থ করতে চিকিৎসকরা তাঁকে কড়া ডোজের ওষুধ দিচ্ছেন। এসবের পাশাপাশি চিকিৎসকদের একটি বিশেষ দল আপাতত ঐন্দ্রিলা শর্মাকে পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর।
ক্যানসারের কামড় থেকে সুস্থ হওয়ার পর ভাল ছিলেন ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নায়িকা। গত ১ নভেম্বর এন্দ্রিলা প্রথমে হাত নাড়াতে পারছিলেন না। এরপর শুরু করেন বমি। সঙ্গে সঙ্গে ঐন্দ্রিলার মা সব্যসাচী চৌধুরীকে ফোন করেন এবং নায়িকাকে হাসপতালে ভর্তি করেন। সেই থেকে শুরু হয় ঐন্দ্রিলার চিকিৎসা।
চিকিৎসা শুরু হওয়ার পর ক্রমশ সংক্রমণ বাড়তে শুরু করে ঐন্দ্রিলার শরীরে। ব্রেন স্ট্রোকের চিকিৎসা শুরুর পর একাধিকবার হৃদরোগেও আক্রান্ত হন অভিনেত্রী। য়া নিয়ে চিন্তা বাড়তে শুরু করে। বর্তমানে অন্য হাসপাতালের চিকিৎসকদের একটি দল ঐন্দ্রিলাকে পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা যাচ্ছে।