Sriparna Roy (Photo Credit: Instagram)

কলকাতা, ২৭ জুন: ফের বিচ্ছেদের গুঞ্জনে ভাসছে টলিউডের আকাশ। এবার নাকি 'কড়ি খেলা'-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy) বিয়ে ভাঙছেন। যদিও পুরোটাই আভাস, গুঞ্জন চলছে এ বিষয়ে। অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শ্রীপর্ণা রায় নিজের বিয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। স্বামী শুভদীপের কোনও ছবিই দেখা যাচ্ছে না অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। তাহলে কি সত্যিই হচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। শুভদীপ বা শ্রীপর্ণা মুখে কুলুপ এঁটেছেন।

মহা ধুমধাম করে বিয়ে হয় শ্রীপর্ণা, শুভদীপের। চিকিৎসক পাত্রের সঙ্গে জুটি বাঁধেন টেলি টাউনের এই জনপ্রিয় মুখ। বিয়েতে টলিউডের (Tollywood) একাধিক তারকা হাজির হন। ধুমধাম করে বিয়ের পর আপাতত শ্রীপর্ণা এবং শুভদীপের বিচ্ছেদের (Divorce) গুঞ্জন শুরু হয়েছে।

আরও পড়ুন: Fatima Sana Shaikh-Vijay Varma: ফাতিমার জন্য তামান্নার সঙ্গে বিচ্ছেদ বিজয় ভর্মার? মুখ খুললেন 'দঙ্গল গার্ল'

তবে কী কারণে শ্রীপর্ণা বা শুভদীপ এই সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।