মুম্বই, ২৬ জুন: তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সঙ্গে বিচ্ছেদের পর এবার বিজয় ভর্মা (Vijay Varma) কি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? এমন গুঞ্জনে কান পাতা দায় বলিউডে। শোনা যাচ্ছে, ফাতিমা এবং বিজয় সম্পর্কে জড়িয়েছেন। তবে পুরোটাই কার্যত নস্যাৎ করে দেন ফাতিমা সানা শেখ। কারও নাম উল্লেখ না করেই ফাতিমা (Fatima Sana Shaikh) আপ জ্যায়সা কোয়ি নেহি-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বলেন, ভাল ছেলে বলে কিছু হয় না। ভাল ছেলে বলে যাঁদের মনে করা হয়, তাঁরা শুধু সিনেমাতেই থাকেন। বাস্তবে তাঁদের কোনও অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন ফাতিমা সানা শেখ। ফাতিমাকে এ বিষয়ে মন্তব্য করতে শোনা গেলেও, বিজয় ভর্মা মুখ খোলেননি।
সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বিজয় ভর্মার। কেন তামান্না এবং বিজয় আলাদা হয়ে গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে বিষয়টি নিয়ে তামান্না কিংবা বিজয়, কেউ কোনও মন্তব্য করেননি।