করিনা, করিশ্মা একসঙ্গে, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৬ জুন: 'আমাদের পৃথিবীর প্রাণকেন্দ্র তুমি'। দিদি করিশ্মার (Karisma Kapoor) জন্মদিনে এভাবেই আবেগে ভাসলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ২৫ জুন করিশ্মা পড়লেন ৪৭-এ। দিদির জন্মদিনে পরিবারের প্রত্যেককে নিয়ে মাঝারাতে কেক কটেন করিনা। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই করিশ্মার জন্মদিন পালন করেন কাপুররা।

দেখুন...

 

 

View this post on Instagram

 

করিশ্মা কাপুরকে সব সময়ই জীবনের অন্যতম সেরা নারী হিসেবে তুলে ধরেন করিনা কাপুর খান। তাঁর কাছে মা ববিতা কাপুর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দিদিও তাঁর দ্বিতীয় মা। তাই দিদির জন্মদিনে বেবো যে আবেগপ্রবণ হয়ে পড়বেন, তা বেশ স্পষ্ট।

আরও পড়ুন: Delta Variant: ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা অত্যধিক, করোনা নিয়ে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

তবে করোনা (Corona) এবং লকডাউনের (Lockdown) জেরে এবার নিজে পরিবাের মধ্যেই সীমাবদ্ধ ছিল করিশ্মার জন্মদিনের অনুষ্ঠান। সেখানে অন্য কাউকে হাজির হতে দেখা যায়নি।

এদিকে সবে সবে দ্বিতীয়বার মা হন করিনা কাপুর খান। বিতর্কের ভয়ে ছোট ছেলের মুখ তো দূরে থাক, নামও প্রকাশ করেননি করিনা, সইফ (Saif Ali Khan)।