Laal Singh Chaddha:১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’, ৪বছরের শুটিং মুহুর্ত বন্দী হল এক ফ্রেমে
Photo Credit_Twitter

আগামী ১১ই অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে আমির খান ও করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা। টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবির ভারতীয় অনুকরণ আমিরের এই ছবি বলে অনেকেই সরব ট্রেলার দেখার পর থেকেই। বিতর্ককে দূরে ঠেলে এবার সিনেমার শুরু থেকে, ৪ বছর ধরে দূর্গম পরিস্থিতিতে শুটিং , শুটিং এর বাছাই করা মুহুর্ত সব কিছুকে একসাথে করে ভিডিওতে প্রকাশ করল ছবির প্রযোজক সংস্থা আমির খান প্রোডাকশনস্‌।