ভোপাল, ৬ মে: বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করল মধ্যপ্রদেশে বিজেপি শাসিত শিবরাজ সিং চৌহানের সরকার। সাধারণ মানুষ যাতে বেশী করে সিনেমাটি দেখার সুযোগ পান, তার জন্য করমুক্ত করা হল বলে জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একদিকে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠলেও, আগামী দিনে আর কিছু বিজেপি শাসিত রাজ্যে আদা শর্মা অভিনীত এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করা হতে পারে। 'কাশ্মীর ফাইলস'-এর ঢঙেই 'দ্য কেরালা স্টোরি;-ও এখন রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটির প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই সিনেমাটিতে সন্ত্রাসের নোংরা সত্যিটি সামনে এনেছে, এবং সন্ত্রাসের নকশা ফাঁস করেছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | 'The Kerala Story' movie has been declared tax-free in the state by the government says Madhya Pradesh CM Shivraj Singh Chouhan
(Video source: CM Shivraj Singh Chouhan's Twitter handle) pic.twitter.com/V36DpeOD3s
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 6, 2023
অন্যদিকে, বিরোধীদের দাবি, বিশ্বের সামনে কেরলকে অপমান করার জন্যই এমনটা চক্রান্ত করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে।