The Kashmir Files: মুক্তির পর ব্যবসায় ঝড়, 'দ্য কাশ্মীর ফাইলসকে' এবার করমুক্ত করল উত্তরাখণ্ড, ত্রিপুরা
The Kashmir Files (Photo Credit: Twitter)

মুম্বই, ১৪ মার্চ:  কাশ্মীরি পণ্ডিতদের জীবনের উপাখ্যান তুলে ধরা হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলসে' (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের এক সময় কীভাবে নিজেদের ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে যেতে হয়, সেই ছবি তুলে ধরা হয়েছে এই ছবিতে। ফলে কাশ্মীর ফাইলসের মুক্তি পর প্রথমে কর্ণাটক, গোয়া এই ছবিকে করমুক্ত করা হচ্ছে বলে ঘোষণা করে। এবার উত্তরাখণ্ডেও (Uttarakhand) করমুক্ত করা হচ্ছে দ্য কাশ্মিরী ফাইলসকে। বললেন, রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

 

ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও জানান, সে রাজ্যে দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কেন বলিউডডের (Bollywood) 'এ লিস্টাররা' চুপ করে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি বলেন,  কাশ্মীর ফাইলস নিয়ে নিশ্চুপ বলিউডের গোটা ইন্ডাস্ট্রি। অথচ দ্য কাশ্মীর ফাইলস এখনও পর্যন্ত এই বছরের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সফল ছবি। মহামারীর সময় কোনও ছবি ভাল ব্যবসা করতে পারে না। উন্নত প্রযুক্তি ছাড়া কোনও ছবি চলে না। এই সমস্ত ধরণের মিথ ভেঙে দিয়েছে কাশ্মীর ফাইলস। যে অর্থ ব্যয় করে কাশ্মীর ফাইলস তৈরি করা হয়, মুক্তির পর তৈরির দ্বিগুন অর্থ বিবেক অগ্নিহোত্রীর এই ছবি রোজগার করেছে বলেও মন্তব্য করেন কঙ্গনা। কাশ্মীর ফাইলস মুক্তির পর ভোর ৬টার শোয়েও ভর্তি প্রেক্ষাগৃহ। ফলে 'বুলিউড এবং তার চামচাদের' অজ্ঞান হয়ে পড়েছেন বলে কটাক্ষ করেন কঙ্গনা।

আরও পড়ুন:  The Kashmir Files: নিজভূমি পরবাসী কাশ্মীরি পণ্ডিতরা ফিরুন আপন ঠিকানায়, 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে কেন চুপ বলিউড? প্রশ্ন কঙ্গনার