এবার আইনি বিপাকে পড়তে চলেছে দক্ষিনী অভিনেত্রী ডিম্পল হায়াথি (Dimple Hayathi) ও তাঁর স্বামী। তাঁদের বিরুদ্ধে ২ পরিচারিকাকে হেনস্থা, অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের হয়েছে হায়দরাবাদের ফিল্মনগর থানায়। ডিম্পল ও তাঁর স্বামী ভিক্টর ডেভিডের বিরুদ্ধে পরিচারিকাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, হেনস্থা, খাবার না খেতে দেওয়া ও ফোন কেড়ে ভেঙে ফেলার অভিযোগ তুলেছেন ২ তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
ওড়িশার থেকে কাজের খোঁজে হায়দরাবাদ এসেছিলেন
পুলিশসূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর ওড়িশা থেকে হায়দরাবাদে এসেছিলেন বছর ২২-এর প্রিয়াঙ্কা বিবার। তিনি রায়গড়া জেলার বাসিন্দা ছিলেন। তাঁর এক পরিচিত ডিম্পলের বাড়িতে কর্মরত ছিলেন। সেই সূত্রেই কাজের সন্ধানে ওইদিনই জুবিলি হিলসের শাইখপেটের ভামসিরামের ওয়েস্টউড অ্যাপার্টমেন্টে যায়। গত ২৯ সেপ্টেম্বর প্রিয়াঙ্কার সঙ্গে ডিম্পলদের বিবাদ শুরু হয়। আর সেই বিবাদে প্রিয়াঙ্কার পাশে দাঁড়ায় তাঁর পরিচিত।
গতকাল থানায় অভিযোগ দায়ের করা হয়
নির্যাতিতাদের অভিযোগ, কাজ নিয়েই প্রথমে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। এমনকী তাঁদের পর্যাপ্ত খাবার দিতেও অস্বীকার করে ডিম্পল ও তাঁর স্বামী। এই নিয়ে চারজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, গোটা ঘটনার ভি়ডিয়ো রেকর্ডিং করতে গেলে ডেভিড প্রিয়াঙ্কার ফোন কেড়ে নেয় এবং তা ভেঙে ফেলে। এই ঘটনার পরেরদিনই ডিম্পল ও ডেভি়ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ২ পরিচারিকরা।