Sussanne Khan: আমেরিকা ট্যুরের মাঝে সুজানের ছবি শেয়ার, আরসলানকে নিজের প্রেমিক বলে পরিচয় করালেন সোশ্যাল মিডিয়ায়
Photo Credit_Instagram

২০১৩ সালে ঋত্মিক রোশনের সাথে বিবাহ বিচ্ছেদের পর মাঝেমধ্যেই সুজান খানকে দেখা গেছে আরসলান গোনি (arselan goni)-র সঙ্গে। এবার নিজেদের আমেরিকা ভ্রমণের মাঝে একসাথে ছবি দিলেন সুজান। প্যাসিফিক কোস্ট হাইওয়েতে গাড়িতে বসেই শেয়ার করলেন দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি। এতদিন বন্ধু বলে পরিচয় দিলেও এবার আরসলানকে নিজের প্রণয়ী বলে পরিচয় দিলেন ছবির ক্যাপশনে।

 

View this post on Instagram

 

A post shared by Sussanne Khan (@suzkr)