মাত্র ১৯ বছর বয়েসে মারা গেলেন বলিউড অভিনেত্রী সুহানি ভাটনগর (Suhani Bhatnagar)। আমির খানের 'দঙ্গল'(Dangal) সিনেমায় ববিতা ভোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সুহানি কী কারণে মারা গেলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এদিন সন্ধ্যায় সুহানির বাবা জানান, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই সুহানি মারা যান। তিনি বলেন, মাস দুয়েক আগে তার মেয়ের হাতে জ্বালা করছিল। প্রথমে সেভাবে বিষয়টি গুরুত্ব দেননি তারা। এরপর পুরো শরীরে ব্যথা ও ব়্যাশ ছড়াতে শুরু লাগলে সুহানি ডাক্তার দেখান।
শরীর খারাপ হতে শুরু করলে দিন ১১ আগে সুহানিকে এইমস-এ ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা জানান, সুহানি ত্বকের প্রদাহ রোগ ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে। সেটা কমানোর একমাত্র ওষুধ স্টেরয়েড প্রয়োগ করেন ডাক্তার-রা। সেই স্টেরয়েড থেকে সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত অনেক লড়াইয়ের পর আজ, শনিবার সুহানি মারা যায়।
দেখুন খবরটি
Suhani Bhatnagar was suffering from dermatomyositis, her parents confirm#SuhaniBhatnagar, who played young Babita Kumari Phogat in #AamirKhan's #Dangal, died on February 16 in Delhi. She was 19.
Suhani's father, speaking to the media, revealed that two months ago, she began… pic.twitter.com/6nKGUzWVgy
— IndiaToday (@IndiaToday) February 17, 2024
দঙ্গল-এর পর ফের বলিউড কাজ করার বড় ইচ্ছা ছিল সুহানি-র। সুহানি থাকতেন ফরিদাবাদের সেক্টর ১৭- এ। সেইখানেই হবে তাঁর শেষকৃত্য। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী।