সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তার মেয়ে ইয়ালিনীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ছোট্ট ইয়ালিনীকে আধো আধো কথা বলতে শোনা যাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইয়ালিনী তার মা শুভশ্রীর সঙ্গে কথা বলছে। সে তার দাদা ইউভানকে 'ওয়ান' বলে ডাকছে এবং নিজের নাম বলার চেষ্টা করছে 'নানিনি'। এমনকি সে তার ঠাকুমাকে ডাকতেও চেষ্টা করেছে। শিশুদের বিকাশের এই পর্যায়ে আধো আধো বুলি খুব সাধারণ এবং বাবা-মা-এর কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। শুভশ্রীও তার মেয়ের এই মিষ্টি মুহূর্তটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন এবং ভিডিওর ক্যাপশনে লিখেছেন যে তার ছোট্ট মেয়েটি কত দ্রুত বড় হয়ে যাচ্ছে।
এই ভিডিওটি দেখে বহু অনুরাগী এবং সেলিব্রিটিরাও ইয়ালিনীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, ইউভানের মতোই ইয়ালিনীও খুব মিষ্টি আর দুষ্টু।
শুভশ্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি সোফায় শুয়ে শুয়ে মায়ের সঙ্গে নিজের নাম বলা প্র্যাকটিস করছে। শুভশ্রী যখন বলছেন হোয়াট ইজ ইওর নেম, তখন ইয়ালিনি বলছে, ইয়ানিনি চবিতি।
View this post on Instagram