Sonu Sood: তরুণীর মৃত্যু, জীবন 'অনিশ্চিত' বলে ভেঙে পড়লেন সোনু সুদ
শোকস্তব্ধ সোনু, ছবি ট্যুইটার, ইনস্টাগ্রাম

মুম্বই, ১৪ মে: জীবনের কোনও নিশ্চয়তা নেই। দিল্লিতে (Delhi) 'লভ ইউ জিন্দগি' গাওয়া তরুণীর মৃত্যুর পর মন থেকে যেন ভেঙে পড়েন সোনু সুদ। তিনি বলেন, যাঁদের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল, তাঁরা চলে যাচ্ছেন এক এক করে। এই দুর্যোগ হয়ত সবাই কাটিয়ে উঠতে পারবেন কিন্তু এই সময়ের যে ভয়াবহ স্মৃতি, তা হয়ত কখনও আর কারও মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন সোনু (Sonu Sood)।

আরও পড়ুন: Covid 19: হাসপাতালে গেয়ে ওঠেন 'লভ ইউ জিন্দগি', কোভিড কাড়ল সেই তরুণীর প্রাণ

করোনার (Corona) সঙ্গে লড়াইয়ে, দেশের মানুষের সঙ্গে কাধে কাধ মিলিয়ে চলছেন সোনু সুদ। মানুষের প্রাণ বাঁচাতে কখনও নিজের বেশ কয়েকটি সম্পত্তি বন্ধক রাখছেন তিনি, আবার কখনও ফ্রান্স থেকে আনছেন অক্সেজেন কনসেনট্রেটর। কখনও আবার নাগপুর থেকে হায়দরাবাদের সেরা হাসপাতালে উড়িয়ে নিয়ে যাচ্ছেন কোভিড আক্রান্তকে। সবকিছু মিলিয়ে সোনু সুদ বর্তমানে দেশের অন্যতম 'আইকন' হয়ে উঠেছেন।

আরও পড়ুন: Covid Patients Die: নির্মম! কোভিড রোগীকে ঢুকতে বাধা পুলিশের, অ্যাম্বুলেন্সেই মৃত্যু ২ করোনা আক্রান্তের

সোনু যেভাবে দিনরাত এক করে দেশের মানুষের সেবা করছেন, তাতে তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী (PM) করা হোক বলে দাবি করেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant), ভারী দাসরা। যার উত্তরে সোনু জানান, তিনি কখনও প্রধানমন্ত্রী হতে চান না। সাধারণ মানুষের পাশে থেকেই সব সময় কাজ করতে চান।