Alia Bhatt : অসুস্থ আলিয়া, মেয়ের চিন্তায় অস্থির সোনি রাজদান
মেয়ের চিন্তায় অস্থির সোনি রাজদান

মুম্বই, ৩ এপ্রিল : করোনায় আক্রান্ত আলিয়া ভাট। করোনায় আক্রান্ত আলিয়া যখন ঘরবন্দি রয়েছেন, সেই সময় মেয়েকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে পড়লেন অভিনেত্রীর মা সোনি রাজদান।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনি জানান,  করোনা সর্বত্র ছড়িয়ে পড়েছে।  ঘরে, বাইরে, কোথাও করোনার থেকে মুক্তি নেই। তাঁদের বাড়িতেও করোনা থাবা বসিয়েছে।  কবে এই করোনা থেকে মুক্তি মিলবে, তা নিয়ে চিন্তা প্রকাশ করেন সোনি।

আরও পড়ুন  : Somy Ali On Bollywood : বহু পরিচালকই তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি

সম্প্রতি করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর। কোভিড থাবা বসানোর পর নিজেকে ঘরবন্দি করে রাখেন রণবীর। রণবীরের পর পরিচালক সঞ্জয় লীলা বনশালিও আক্রান্ত হন ভাইরাসে। রণবীর এবং বনশালি করোনায় আক্রান্ত হলেও, তিনি সুস্থ রয়েছেন। তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান আলিয়া। ওই খবরের কয়েকদিনের মধ্যেই এবার আলিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন  : West Bengal Assembly Election 2021 : "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে", তৃণমূলকে আক্রমণ রুদ্রর

প্রসঙ্গত, রণবীরের মা নীতু কাপুরও সম্প্রতি করোনায় আক্রান্ত হন। যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই নীতু ভাইরাসের কবলে পড়েন। ওই সময় চিকিৎসকের কথা মতো চলে, ঘরবন্দি থেকে ক্রমশ সুস্থ হয়ে ওঠেন নীতু কাপুর।