Sushant Singh Rajput Second Death Anniversary: '২ বছরের অতীত মূল্যবোধ ভাইকে অমর করেছে', সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দিদি শ্বেতার আবেগঘন পোস্ট
Sushant Singh Rajput

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন দিদি শ্বেতা সিং কির্তি। পরিবার থেকে শুরু করে বন্ধু, অনুরাগী এই দিনটিতে সুশান্তকে মনে করছেন সকলে। ভাইয়ের এক অদেখা ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্বেতা। লিখলেন, "২ বছর হয়ে গেল নশ্বর দেহ ছেড়ে পঞ্চভূতে বিলীন হয়ে গেছো ভাই। তবু যে মূল্যবোধের জন্য সবসময় সোচ্চার থেকেছ, সেই মূল্যবোধ আজ তোমাকে অমর করে রেখেছে।" 

পড়ুন টুইট