নাগপুর, ৮ অক্টোবর: প্রকাশ্যে খুন হয়ে গেলেন অভিনেতা (Amitabh Bachchan's Jhund Co-Star )। তাও আবার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা। শুনতে অবাক লাগলেও নাগপুর থেকে এমন খবর আসছে। যেখানে অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'-এর অভিনেতা বাবু ছেত্রীকে (Babu Chhetri) খুন করা হয়েছে। মদ্যপ অবস্থায় বাবু ছেত্রী (Priyanshu) এবং তাঁর বন্ধুর মধ্যে কাবিতণ্ডা শুরু হলে, তা চরম আকার নেয়। মত্ত অবস্থায় বাবু ছেত্রীকে এরপর হত্যা করে তার বন্ধু। ঝুন্ড অভিনেতাকে খুনের অভিযোগে এরপর বছর ২০-র এক যুবককে পুলিশ গ্রেফতার করে।
প্রিয়াংশু ওরফে বাবু ছেত্রীকে কীভাবে খুন করা হয়
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ ৭ অক্টোবর বাবুর সঙ্গে তাঁর বন্ধুর ঝামেলা শুরু হয়। দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। মদ্যপ বন্ধু এরপর হঠাৎ করেই বাবুকে হত্যা করে বলে জানা যায়।
মঙ্গলবার রাতে বাবু এবং ধ্রুব নাগপুরের একটি পরিত্যক্ত বাড়িতে বসে মদ্যপান করছিলেন। ওই সময় দুজনের ঝামেলা শুরু হলে, ধ্রুবকে হুমকি দেন অভিনেতা বাবু ছেত্রী। তবে হুমকি দেওয়ার পর বাবু ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত বাবুর উপর এরপর ভয়ে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধ্রুব।
বাবুর চিৎকারে আশপাশের লোকজন হাজির হন। অর্ধনগ্ন অবস্থায় ওই অভি নেতাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা বাবু ছেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পরপরই পুলিশ বাবু ছেত্রীর বন্ধু ধ্রুবকে গ্রেফতার করে।