Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ জুলাই: এক ধাক্কায় আলিয়া ভাটের (Alia Bhatt) কাছ থেকে ৭৭ লক্ষ উধাও। কীভাবে? তা জানলে কিছুটা অবাকই হবেন। আলিয়া ভাটের প্রাক্তন কর্মী ভেদিকা প্রকাশ শেট্টি তাঁর কাছ থেকে এক লপ্তে ৭৭ লক্ষ টাকার জালিয়াতি করেছেন। এমনই একটি খবর সামনে আসে সম্প্রতি। যেখানে জানা যায়, ভেদিকা প্রকাশ শেট্টি নামে আলিয়ার প্রাক্তন এক কর্মী তাঁর কাছ থেকে ৭৭ লক্ষ টাকার জালিয়াতি করেছেন। আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan) মুম্বইয়ের (Mumbai) জুহু (Juhu) থানায় ভেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বেশ কয়েক মাস আগে দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতে অবশেষে ভেদিকা প্রকাশ শেট্টিকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, ভেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে সম্প্রতি গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ভেদিকা প্রকাশ শেট্টিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের ৫ মাস পর গ্রেফতার করা হয় ভেদিকা প্রকাশকে। গ্রেফতারির পর ৮ জুলাই ভেদিকা প্রকাশ শেট্টিকে আদালতে তোলা হলে, ১০ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Alia Bhatt Ranbir Kapoor: ভোরের আলো ফোটার আগেই মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়া, ক্যামেরা বন্ধ করতে বললেন পাপারাৎজিকে

জানা যায়, ভেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়েরের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আলিয়া ভাটের সই জাল করেই ভেদিকা প্রকাশ নামের ওই তরুণী ৭৬.৯ লক্ষ টাকা জালিয়াতি করেন। ভেদিকা প্রকাশের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের করা হলেও, টিম আলিয়ার তরফে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিনেত্রীর মা সোনি রাজদানও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।