ফের কাঠগড়ায় শিল্পা শেট্টি ও স্বামী রাজ কুন্দ্রা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের আইনি বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty )এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। এ বার তারকা দম্পতির বিরুদ্ধে প্রতরণার অভিযোগ আনলেন মুম্বইয়ের (Mumbai) এক স্বর্ণব্যবসায়ী। অভিযোগকারীর নাম পৃথ্বীরাজ সরেমাল কোঠারি। তাঁর অভিযোগ, শিল্পা-রাজের কোম্পানি থেকে একটি গোল্ড লোন (Gold Loan) নিয়েছিলেন তিনি। শর্ত ছিল, সোনা ফেরত নেওয়ার সময় পুরো টাকা ফেরত দিতে হবে। সোনা ফেরত দেওয়ার সময় বাজারে সোনার যা দাম সেই মূল্য বিবেচনা করেই দাম দেওয়া হলে সোনা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ৫ বছর পরে শিল্পা এবং রাজের কোম্পানি সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। ফলে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বর্ণব্যবসায়ী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই সেশনস কোর্ট। এর আগেও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মডেলদের জোর করে নিষিদ্ধ ছবির শুটিং করানোর অভিযোগে জেল খাটতে হয়। এরপর পঞ্জি কেলেঙ্কারিতেও নাম জড়ায় তাঁর। ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।  শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট , পুনের একটি বাংলো এবং ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত করে ইডি। এ বার ফের কাঠগড়ায় রাজ-শিল্পা।

এই খবরটিও পড়ুনঃ দেশে ফিরছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়র নিথর দেহ, 'ঘরের ছেলেদের' জন্য প্রস্তুত কোচি বিমানবন্দর