চতুর্থ সপ্তাহে পড়ে গেলে কী হবে বক্স অফিসে চলছে পাঠান ঝড়। আর সেই ঝড়ের মুখে পড়ে শেহজাদাও ফকির হয়ে যাচ্ছে। মুক্তির দিন কার্তিক আরিয়ান, কৃতি শ্যাননের সিনেমা শেহজাদা মাত্র ৬ কোটি টাকার ব্যবসা করল। মাল্টিপ্লেক্সে যদিও কিছুটা ব্যবসা করেছে, কিন্তু সিঙ্গল স্ক্রিনে, ছোট শহর, মফস্বলের হলগুলিতে একেবারেই চলছে না 'শেহজাদা'। যেখানে এই ধরনের সিনেমা হিট করতে হলে রিলিজের দিন অন্তত ১৫-২০ কোটি টাকার ব্যবসা করা দরকার হয়।
কার্তিকের শেহজাদাকে হিট করতে হলে এবার শনিবার, শিবরাত্রির ছুটি ও রবিবার- রেকর্ড ব্যবসা করতে হবে। কিন্তু টিকিটের দাম কমিয়ে চতুর্থ সপ্তাহে আরও গতি পেয়েছে শাহরুখের 'পাঠান'-এর জয়যাত্রা। ফলে শেহজাদার কাজটা কঠিন। সঙ্গে আবার আছে হলিউডের 'বাজি অ্যান্ট ম্যান'-এর চ্যালেঞ্জ। আরও পড়ুন-শিবরাত্রির দিন মৃত্যু বলিউডের তারকা অভিনেতার
দেখুন টুইট
#Shehzada disappoints on Day 1, despite buy-one-get-one-free offer… National chains ordinary, mass circuits dull… #MahaShivratri holiday on Day 2 may improve biz, but needs bigger jumps for a respectable weekend total… Fri ₹ 6 cr [+/-]. #India biz. pic.twitter.com/xBc2aDKWIR
— taran adarsh (@taran_adarsh) February 18, 2023
অথচ প্রচারে কোনও খামতি রাখেনি টিম শেহজাদা। এমনকী ন্যাশানল চেনের মাল্টিপ্লেক্সে একটা টিকিট কিনলে, আরেকটা বিনামূল্যে মিলবে। এই অফারও দিচ্ছে শেহজাদা। পাঠান-এর কথা ভেবে মুক্তির দিন পিছিয়েও দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানের সিনেমার। কিন্তু দক্ষিণে আল্লু অর্জুনের সিনেমার রিমেক শেহজাদা একেবারে নম্বর পাইনি চিত্র সমালোচকদের কাছ থেকে। পাঠান-এর স্মৃতি ভুলে দর্শকদের কাছে টানার মত তেমন কিছুই নেই শেহজাদার। আর তাই শেহজাদার বক্স অফিসে ফকির হাল।