বক্স অফিসে একেবারে মুখথুবড়ে পড়ল কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি শেহজাদা। মুক্তির পর প্রথম সোমবারে মাত্র আড়াই কোটি টাকার ব্যবসা করল। তার মধ্যে দেশের মাল্টিপ্লেক্স চেনগুলি থেকে মাত্র ১ কোটি ৭ লক্ষ টাকার ব্যবসা করল কার্তিক আরিয়ানের দক্ষিণের সিনেমার রিমেক এই সিনেমা। সব মিলিয়ে চারদিন মোট ২২ কোটি ৭০ লক্ষের ব্যবসা করেছে এই সিনোমা। এটাই আবার প্রযোজক হিসেবে কার্তিকের প্রথম সিনেমা। চিত্র সমালোচকরা একেবারে নম্বর দেননি এই সিনেমাকে। শোও অনেকটা কমে গিয়েছে এই সিনেমার। শাহরুখ খানের পাঠান চতুর্থ সপ্তাহেও যেখানে বক্স অফিসে ছাপ ফেলছে, সেখানে শেহজাদা ব্যর্থ হচ্ছে।
মুক্তির দিন সাড়ে ৬কোটি, আর শনি ও রবিবার মিলিয়ে দেশজুড়ে সাড়ে ১৩ কোটি টাকার মত ব্যবসা করেছিল শেহজাদা। যেখানে এই সিনেমার বাজেট ও প্রচারের পিছনে অনেক টাকাই খরচ করে প্রযোজক সংস্থা।
দেখুন টুইট
‘SHEHZADA’ NATIONAL CHAINS - *WEEK 1* MONDAY STATUS…
⭐️ #Shehzada#PVR: 49 lacs#INOX: 37 lacs#Cinepolis: 21 lacs
Total: ₹ 1.07 cr
Nett BOC. pic.twitter.com/vAHswwZxuj
— taran adarsh (@taran_adarsh) February 21, 2023
বেঙ্গালুরুতে যেখানে অ্যান্ট ম্যান ৩৫৭টি, ভাত্তি, স্যারের মত আঞ্চলিক ছবি ৩৪৪টি শো পেয়েছে, সেখানে শেহজাদা মাত্র ১৬৯টি পেয়েছে। পরিষ্কার হয়ে গেল কার্তিক আরিয়ানের কেরিয়ারে বড় ফ্লপের তালিকাতেই থাকছে শেহজাদা।