Sharukh Khan Shoots for Video Tribute To Pulwama Martyrs: পুলওয়ামা শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ গানের শ্যুটিংয়ে শাহরুখ খান ও আরও বলিউড অভিনেতা- অভিনেত্রী
শাহরুখ খান, রণবীর কাপুর, ঐশর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন "তু দেশ মেরা" মিউজিক ভিডিও ( Photo Credits: Instagram)

মুম্বই, ১৪ অগাস্ট: Sharukh Khan Shoots for Video Tribute To Pulwama Martyrs: এখনও পুলওয়ামা সেনা হামলার ক্ষত জনগণের মনের যন্ত্রনা কমায় নি।সেদিন আধাসামরিক বা সিআরএফের (CRPF) ওপর হয়ে যাওয়া হত্যাকাণ্ডে ভারতবাসী আজও তীব্র দুঃখপ্রকাশ করে। এই নৃশংস জঙ্গি হামলা দেখে  ক্ষোভ উগরে দিয়েছিলো ভারতের আপামর জনতা।তাঁদের স্মৃতির উদ্দেশ্যে বলিউড অভিনেতা শাহরুখ খান ( Shahrukh Khan) একটি গানের শ্যুট করেন। গানটির নাম "তু দেশ মেরা" ( Tu Desh Mera)।

৪ মিনিটের এই গানের ভিডিওতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন বলিউডের অন্যান্য তারকারা। রণবীর কাপুর, ঐশর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন আরও কিছু বলিউড তারকা। মোট ১৪ জন বলিউড তারকাকে নিয়ে বানানো হয় এই মিউজিক ভিডিওটি। এই মিউজিক ভিডিওটি গত সপ্তাহে মুম্বাইয়ের এক স্টুডিওতে শ্যুট করা হয়েছে। সূত্র অনুসারে, শাহরুখ খান এই কাজটি করে কৃতজ্ঞ বলে মনে করছেন।আরও পড়ুন,  অশ্লীল ছবি দেখিয়ে বাবা কু- ইঙ্গিত করত, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ের বিস্ফোরক অভিযোগ

এই মিউজিক ভিডিওটির প্রযোজক হ্যাপি প্রোডাকশনের এমডি অভিষেক মিত্র ( Abhishek Mitra) জানিয়েছেন," আমরা শাহরুখ খানকে এই মিউজিক ভিডিওর অংশ করতে পেরে খুব খুশি এবং আশা করছি মানুষের ভালো লাগবে। শাহরুখ খান এই সপ্তাহে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিল। তাও তিনি সময় বের করে মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে আসেন ও ভিডিওটির শ্যুট করে যান।" এই গানের ভিডিওটি সিআরপিএফ দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য তা হয়ে ওঠেনি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাধীনতার দিন টিজার মুক্তি পাবে। পুরো ভিডিওটি মুক্তির দিন এখনো নির্ধারণ করা হয়নি। সম্ভবত এই বছরের শেষেই তা করা হবে।