Koel Mallick Movie (Photo Credit: FB)

কলকাতা, ১০ অক্টোবর: প্রকাশ্যে এল স্বার্থপরের (Sharthopor) ট্রেলার। সুরিন্দর ফিল্মসের হাত ধরে এবার ফের বড় পর্দায় এলেন কোয়েল মল্লিক। সঙ্গে বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে। ছবির নাম 'স্বার্থপর'। আর এই সিনেমায় একটি বাঙালি মধ্যবিত্ত বাড়ির গল্প বলা হয়েছে। যেখানে দুই ভাই, বোনের সম্পর্কের বুননকে তুলে আনা হয়েছে একেবারে সাম্প্রতিক প্রেক্ষাপটে।

ওই ছবিতে কোয়েল মল্লিক এবং কৌশিক সেনকে দেখা যাচ্ছে ভাই, বোনের ভূমিকায় অভিনয় করতে। যে ভাই, বোন নিজেদের বাড়ির ভাগ পেতে আদালতের দ্বারস্থ হন। বাবা-মায়ের বাড়ির ভাগ ছাড়তে যখন কেউ রাজি নন, ঠিক সেই সময় তাঁরা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের বাড়ির দাবিকে সামনে আনতে শুরু করেন।

কোয়েল মল্লিকের সঙ্গে অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিককে একইসঙ্গে পর্দায় দেখে আপ্লুত বহু মানুষ। সেই সঙ্গে অনির্বান চক্রবর্তী এবং কৌশিক সেনদের মত জাঁদরেল অভিনেতারাও হাজির হন একসঙ্গে।

তাইতো পর্দায় কোয়েল মল্লিকের স্বার্থপর-এর ট্রেলার মুক্তি পেতেই তা মানুষ দেখতে শুরু করেন জমিয়ে। সেই সঙ্গে কোয়েল মল্লিক 'টলি কুইন' বলেও মন্তব্য করেন বহু মানুষ। কোয়েল মল্লিকের অভিনয় দেখতে মানুষ যে এখনও সমানভাবে পছন্দ করেন, তা স্বার্থপরের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই স্পষ্ট।

দেখুন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বান চক্রবর্তী অভিনীত স্বার্থপরের ট্রেলার...

দুর্গা পুজোর পর স্বার্থপরের ট্রেলার মুক্তি পেলেও, সিনেমা আসছে কালী পুজোয়। ফলে কোয়েল মল্লিকদের এই স্বার্থপর দেখতে মানুষ মুখিয়ে রয়েছেন একেবারে।