২০১৮ সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি সঞ্জু। তারপর প্রায় একটানা চার বছরের বিরতি। ২০২২ এ শামসেরা-এর হাত ধরে দর্শকের দরবারে কামব্যাক করলেন রণবীর কপুর। ফার্স্ট লুক পোস্টার থেকে সিনেমার টিজার, ট্রেলার দেখে দর্শকরা বেশ উত্তেজিত ছিলেন। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারলেন না রণবীর। ছবি মুক্তির প্রথম দিন বক্স অফিসে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করার পর দ্বিতীয় দিনেও কালেকশন ১০ কোটি পেরোল না। প্রথম দিনের বক্স অফিস ছবির কালেকশনের বিচারে প্রথম পাঁচেও জায়গা পেল না রণবীর কপুর ও বাণী কপুর জুটির প্রথম ছবি শামসেরা। দুইদিনে মোট ২০ কোটির ব্যবসা করল যশ রাজ ফিল্মসের এই ছবি। বিশিষ্ট চিত্র সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন সেই কথা।
#Shamshera struggles on Day 2... Substantial growth on Sat was a must, esp after an unenthusiastic start... Mass pockets remain below par, which is a worrying sign... Sun biz is the last hope to recover lost ground... Fri 10.25 cr, Sat 10.50 cr. Total: ₹ 20.75 cr. #India biz. pic.twitter.com/7qXcOTOglF
— taran adarsh (@taran_adarsh) July 24, 2022