মুম্বই, ৩ অগাস্ট: হৃতিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবাণীদের পর এবার ডাব্বুর ক্যালেন্ডারে শাহরুখ খান (Shah Rukh Khan)। ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) ক্যালেন্ডারে শার্টলেস অবতারে শাহরুখ যেভাবে হাজির হন, তা দেখে চমকে ওঠেন নেটিজেনরা (Netizen)। পাশাপাশি শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। ৫০ পেরিয়েও শাহরুখ খান যেভাবে প্রায় গোটা দেশকে মুগ্ধ করে রেখেছেন, তা দেখে অবাক হয়ে যান অনেকেই।
দেখুন ডাব্বুর ক্যালেন্ডারে শাহরুখ খানে চমকে দেওয়া লুক...
View this post on Instagram
'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত বড় পর্দায় আর দেখা যায়নি শাহরুখ খানকে। আনন্দ এল রাইয়ের 'জিরো' নিয়ে যেভাবে জোরদার সমালোচনা শুরু হয়, তা নিয়ে কোনও মন্তব্যও করতে দেখা যায়নি কিং খানকে।
আরও পড়ুন: Taliban: আফগান সীমান্তে নৃশংস 'হত্যালীলা' তালিবানের, প্রাণ হাতে পালাচ্ছেন স্থানীয়রা
প্রায় ৩ বছর চুপ থাকার পর বর্তমানে 'পাঠান'-এর শ্যুট শুরু করেছেন শাহরুখ খান। এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। চোপড়াদের ব্যানারে শাহরুখ-দীপিকার এই জুটি ফের দর্শকদের মনে জায়গা করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর চজল্পনা শুরু হয়েছে।