মুম্বই, ২৫ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় এবার অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ করল পুলিশ। সইফের রক্তের নমুনার পাশাপাশি জামাকাপড়ের নমুনা সংগ্রহ করেছে। ১৬ জানুয়ারি রাতে হামলার সময় সইফ কী পোশাক পরেছিলেন, তা যেমন পুলিশ সংগ্রহ করছে, তেমনি শরিফুল ইসলামের ও পোশাকের নমুনা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, শরিফুল ইসলামের পোশাকে যে রক্তের দাগ মেলে, তার নমুনার সঙ্গে সইফের শরীরের রক্তের নুমনা মিলেছে। ফলে সইফ এবং শরিফুলের রক্তের নমুনা এবং পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গত শুক্রবার সইফ আলি খান বয়ান নথিভুক্ত করেছেন। হামলার রাতে কী হয় এবং শরিফুল সইফের সন্তানদের ন্যানির কাছে যে ১ কোটি টাকা দাবি করে, সেই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য অভিনেতা নিজের বয়ান রেকর্ডের সময় পুলিশকে জানান। সবকিছু মিলিয়ে, সইফ আলি খানের হামলার বিষয়ে পুলিশ জোর কদমে সমস্ত তদন্ত শুরু করেছে।