১৪৮ বছর আগে বাংলার নাট্যমঞ্চে যাঁর দাপট আজও চর্চিত সেই বাংলার থিয়েটার সম্রাজ্ঞী নটী বিনোদিনীর কাহিনি এবার টলিউডের পর্দায়।বিনোদিনী -একটি নটীর উপাখ্যান ছবির নির্দেশনার দায়িত্বে রয়েছেন রাম কমল মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনার অভিষেক হচ্ছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নটী বিনোদিনী-র জীবনী নিয়ে তৈরি এই কাহিনীর মূলেই রয়েছে বিনোদিনী দাসীর বর্ণময় জীবন। প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এর প্রযোজনা সংস্থা। আর চমক এখানেই দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে এবার নাম ভুমিকায় অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। ছবির মূল আকর্ষণই রুক্মিনী মৈত্রর চমকপ্রদ লুক। চৈতন্য অবতারে ধরা দেন তিনি। দাঁড়ানোর ভঙ্গিমা থেকে শুরু করে তাঁর কস্টিউম, সবটাই খুব সুন্দরভাবে উপস্থাপিত পোস্টারে।
View this post on Instagram