মুম্বই, ১ অগাস্ট: হঠাৎ চোটে গেলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। পাপারাৎজ়িকে দেখেই ক্ষেপে গেলেন রিয়া। পাপারাৎজ়ি যখন ক্যামেরা নিয়ে রিয়ার দিকে ফ্ল্যাশ শুরু করে, সেই সময় চোটে যান অভিনেত্রী। একবার পোজ় দিয়ে, তিনি সেখান থেকে চলে যান। পাপারাৎজ়ি তাঁর দিকে এগোতেই কিড়মিড় করে ওঠেন রিয়া। বলেন, 'এবার আবার আমার পিছন পিছন এসো না।' সেই সঙ্গে তিনি আরও বলেন, ছবি তোলা হয়ে গিয়েছে। আর তাঁর পিছনে গিয়ে কোনও লাভ নেই। ফলে মুম্বই বিমানবন্দরে রিয়ার মাথা গরম দেখে সেখান থেকে সরে যান ছবি শিকারীরা (Rhea Chakraborty Video)।
রিয়া চক্রবর্তী যেভাবে ছবি শিকারীদের সঙ্গে ব্যবহার করেন, তা দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেন। 'ছবি শিকারীদের দেখে মায়া হচ্ছে' বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার বলেন, 'তোমাদের এত খারাপ সময় এসে গিয়েছে যে যে কেউ এখন ভাব নিচ্ছেন।' সবকিছু মিলিয়ে রিয়া চক্রবর্তীর ভিডিয়ো দেখে নানা মন্তব্য উঠে আসতে শুরু করে।
দেখুন রিয়া চক্রবর্তীর মুম্বই বিমানবন্দরের ভিডিয়ো...
View this post on Instagram
সুশান্তি সিং রাজপুতের মৃত্যু এবং রিয়া চক্রবর্তী
২০২০ সালে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। ব্যান্দ্রায় যে বাড়িতে সুশান্ত থাকতেন, সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে অভিনেতার মৃত্যু হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়। তবে ওই সময় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে শুরু করে। শেষে রিয়া চক্রবর্তীকে এনডিপিএস অ্যাক্টে গ্রেফতার করা হয়। রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও পুলিশ গ্রেফতার করে। তবে ভাই, বোন দুজনকে গ্রেফতার করলেও, শেষ পর্যন্ত জামিনে তাঁদের মুক্ত করা হয়। এরপর রিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ না মেলায়, তাঁকে মুক্ত করা হয়।
এসবের পরও সম্প্রতি রিয়া মুম্বই কোর্টের তরফে একটি নোটিশ পান। আদালতে যে মামলা তিনি দায়ের করেছিলেন, সেই প্রেক্ষিতেই তিনি নোটিশ পান বলে খবর। এরপরই কি রিয়ার মাথা গরম হয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।