বলিউড অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) সব সময় বিতর্কেই থাকেন। কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করে দলের কাছে সতর্কবাণী শোনার পর কঙ্গনার নয়া বিতর্ক এবার তাঁর সিনেমা 'এর্মাজেন্সি'- (Emergency Movie) কে ঘিরে। বিজেপির সাংসদ হলেও কঙ্গনার অভিযোগ তাঁর সঙ্গে 'এর্মাজেন্সি'সিনেমা নিয়ে অন্যায় করা হচ্ছে। প্রসঙ্গত, 'এর্মাজেন্সি'-নামের সিনেমাটিকে আটকে দেওয়ার হুমকি দিয়েছেন কয়েকজন সেন্সর বোর্ড কর্তা এমন অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন কঙ্গনা। এই বিতর্কিত ইস্যুতে মুখ খুলে তারকা অভিনেতা রাজা মুরাদ বললেন, "কঙ্গনা রকানওয়াতের এর্মাজেন্সি সিনেমাটি নিয়ে রিলিজের আগেই বিতর্ক হচ্ছে। সমাজের একটা অংশ এই সিনেমার ট্রেলর দেখে ক্ষুব্ধ হয়েছে, এবং তারা প্রতিবাদ করছে। সবার প্রতিবাদ জানানোর অধিকার আছে। আদালতের দরজা সবার জন্য খোলা। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। কঙ্গনা বলছে ওর সঙ্গে অন্যায় হচ্ছে। ও আদালতে যেতে পারে। আদালত সবার জন্য সমান।"
দেখুন কঙ্গনা রানওয়াতের এমার্জেন্সি সিনেমা নিয়ে কী বলছেন অভিনেতা রাজা মুরাদ
#WATCH | On controversy around actor-BJP MP Kangana Ranaut's film 'Emergency', actor Raza Murad says, "Kangana Ranaut's film 'Emergency' is in controversy even before its release. One section was hurt with its trailer and they have been protesting. Everybody has the right to… pic.twitter.com/mN5QAJh75C
— ANI (@ANI) August 31, 2024
এরপর রাজা মুরাদ বলেন, "এটা মাথায় রাখতে হবে আমাদের দেশে গণতন্ত্র আছে। আমাদের সেন্সর বোর্ড দায়িত্ব দেখিয়েই কাজ করে। এমন কিছু দেখানো উচিত নয়, যাতে দেশের একটা অংশ ক্ষুব্ধ হয়, দেশে আগুন জ্বলে। আমরা এটা বলতে পারব না, বিতর্কটা কোন দিকে ঘোরে কিন্তু আমরা চাই সব কিছু যেন শান্তিই হোক।"