অভ্যন্তরিণ সমস্যার জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত আপকামিং ছবি রামায়ণ (Ramayana)-এর শুটিং। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ছবির বাজেট বেড়ে যাওয়ায় প্রযোজক মধু মান্টেনা নাকি প্রজেক্টটি থেকে বেরিয়ে গিয়েছে। এরপরেই সূত্র মারফত শোনা যায় নির্মাতাদের মধ্যে কিছু গন্ডোগোলের কারণে আপাতত ছবির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই নিয়ে কিছু বলা হয়নি। তাঁদের বক্তব্য, কোনও সমস্যা হয়নি বরং ছবিটি নির্দিষ্ট সময়েই শুটিং হবে। আর অভ্যন্তরিণ ঝামেলা প্রসঙ্গ ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্মাতারা। সেই সঙ্গে প্রযোজক সূত্রের খবর, রণবীর কাপুর, সাই পল্লবী কেউই এখনও চূড়ান্ত হয়নি।

তবে রামায়ণ নিয়ে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা ছবির শুটি ২০২৪০এর মধ্যে শুরু হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ছবির নির্মাতারা। ফলে এইসব টালবাহানার মাঝে আদৌ কী রণবীর কাপুর বা সাই পল্লবীর মতো বিখ্যাত তারকারা এই সিনেমার সঙ্গে যুক্ত থাকবে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।