Ram Charan and Upasana's Baby Girl Gets a Name (Photo Credits: Twitter)

সদ্যই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণী অভিনেতা রাম চরণের (Ram Charan) স্ত্রী উপাসনা কোনিডেলা। বাবা-মা হয়েছেন দম্পতি। দাদু হয়েছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)। আজ শুক্রবার রাম চরণের সদ্যজাত কন্যার নামকরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠান শেষে আপ্লূত দাদু চিরঞ্জীবী নাতনির নাম প্রকাশ করলেন। ট্যুইট করে জানিয়েছেন নাতনির নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা (Klin Kaara Konidela)। ললিতা সহস্রনাম থেকে নাতনির নাম বেছে নিয়েছে কোনিডেলা পরিবার।

আরও পড়ুনঃ অনন্যার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে ক্যামেরাবন্দি আদিত্য রয় কাপুর

দেখুন অভিনেতার ট্যুইট...