মুম্বই, ২৯ এপ্রিল: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) কাছে অনেক অর্থ। কোটি কোটি টাকা রয়েছে কঙ্গনার কাছে। সেই টাকা দিয়ে মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনুন না কঙ্গনা। মানুষের সেবা করুন না। এবার এভাবেই কঙ্গনা রানাউতকে একহাত নিলেন রাখি সাওয়ান্ত।
মুম্বই (Mumbai) জুড়ে থাবা বসিয়েছে করোনা (Corona)। মহারাষ্ট্রের পাশাপাশি মুম্বইতে আক্রান্ত হচ্ছেন একের পর এক মানুষ। যার জেরে মহারাষ্ট্র (Maharashtra) জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে উদ্ধব ঠাকরের সরকারের তরফে।
View this post on Instagram
মুম্বই সহ গোটা ভারতে (India) যখন করোনায় (COVID 19) আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে, সেই সময় তারকারা নিজেরাও বেশ সাবধানী। ঘরের মধ্যে থাকুন, মাস্ক ব্যবহার করুন বলে বার বার দাবি করছেন তারকারা। করিনা কাপুর থেকে শুরু করে অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, প্রত্যেকে সাধারণ মানুষকে সাবধান থাকার আবেদন করছেন। সেই তালিকায় যুক্ত হল রাখি সাওয়ান্তের নাম।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: সতর্ক থাকুন, কোভিডের নিয়ম ভাঙবেন না, কড়া বার্তা করিনার
রাখি (Rakhi Sawant) বলেন, প্রত্যেকে দুটো করে মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। করোনাকে কেউ বাড়তে দেবেন না। নিজেদের সাবধানতা নিজেরা অবলম্বন করুন বলে সাবধান করেন কঙ্গনা রানাউত।