Rahul-Disha Wedding: সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-দিশা, দেখুন অনুষ্ঠানের ঝলক
রাহুল-দিশার বিয়ে, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৬ জুলাই: বিয়ে করলেন রাহুল বৈদ্য (Rahul Vaidya) এবং দিশা পারমার (Disha Parmar )। দুই পরিবার এবং বন্ধুদের হাজিরায় সাতপাকে বাঁধা পড়েন টেলি টাউনের এই জনপ্রিয় জুটি। শুক্রবার বসে রাহুল, দিশার বিয়ের আসর।

বিয়ের আসরে সাদা রঙের শেরওয়ানি পরে হাজির হন রাহুল বৈদ্য। অন্যদিকে লাল, সোনালী রঙের লেহেঙ্গায় সেজে বিয়ের পিঁড়িতে আসেন অভিনেত্রী দিশা পারমার। বিয়ের সাজে দিশাকে দেখে চোখে জলের ঝিলিক দেখতে পাওয়া যায় রাহুল বৈদ্যর। এরপর পরিবার এবং বন্ধুদের হাজিরায় সাতপাক ঘোরা থেকে, মালা বদল, সিদূঁরদান, সবকিছুই সম্পন্ন হয়। রাহুল-দিশার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

বিগ বসের (Bigg Boss) ঘরে হাজির হওয়ার পরপরই দিশার প্রতি ভাললাগা এবং তাঁর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন রাহুল বৈদ্য। বসের ঘর থেকে বেরনোর পরপরই নিজেদের বিয়ের, দিনক্ষণ প্রকাশ্যে আনেন রাহুল, দিশা।