R Madhavan: জাতীয় স্তরের জুনিয়ার সাতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড করল ছেলে বেদান্ত, ভিডিও শেয়ার করে জানালেন বাবা
Photo Credit_Twitter

ছেলের গর্বে গর্বিত বাবা শেয়ার করলেন ছেলের নতুন রেকর্ড গড়ার মুহুর্তের ভিডিও। ১৭ জুলাই,  ওডিশার ভূবনেশ্বরে আয়োজিত ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুউটিক (48th Junior National Aquatic) চ্যাম্পিয়ানশিপ ২০২২-এ ১৫০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন অভিনেতা আর মাধবন (R. Madhavan)এর ছেলে বেদান্ত মাধবন (Vedaant Madhavan)।

অদ্বৈত পেজের ১৬ মিনিট ০.৬ সেকেণ্ডের রেকর্ড ভেঙে বেদান্ত ১৫০০ মিটারে সময় নিয়েছেন ১৬ মিনিট ০.১ সেকেন্ড।  কর্ণাটকের আমোঘ আনন্দ ভেঙ্কটেশ রৌপ্যপদক ও  বাংলার শুভজিৎ গুপ্তা ব্রোঞ্জ জিতেছেন ।ছেলের সাফল্যে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি মাধবন। প্রতিযোগিতা জেতার মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পদক জিতে নিয়েছেন বেদান্ত। ২০১৮ সালে থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতাতে ব্রোঞ্জ জিতেছিলেন।