Pushpa 2 (Photo Credits: X)

বহু প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে পুষ্পা টু (Pushpa 2: The Rule)। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়েছে অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত ছবি। পুষ্পা রাজের জন্যে দীর্ঘ তিন বছর অপেক্ষা করেছেন দর্শক। তাই মুক্তি পেতে না পেতেই একেবারেই প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় এবং হিন্দির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও পুষ্পার রাজ দেখবেন দর্শকরা। বাঙালি দর্শকদের জন্যে এ এক উপরি পাওনা।

বিশ্বজুড়ে ১০ হাজারেও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত পুষ্পা টুঃ দ্য রুল (Pushpa 2: The Rule)। আর প্রথম দিনেই ছবির ব্যবসা ২০০ কোটি ছুঁইছুঁই। 'ওপেনিং ডে'তে সর্বকালের সর্বাধিক ব্যবসাকারী ছবির তকমা পেল পুষ্পা ২ (Pushpa Movie Box Office Collection)। এত দিন সেই খেতাব অধিকারী ছিল শাহরুখ খানের জওয়ান (Jawan)। তবে এবার বলিউড বাদশার (SRK) সেই রেকর্ড টোপকালেন অল্লু অর্জুন (Allu Arjun)। মুক্তির প্রথম দিনে পুষ্পা টু ব্যবসা করেছে ১৭৫ কোটি টাকার। তবে বৃহস্পতিবার ছবি মুক্তির কয়েক ঘণ্টা পরেই জানা যায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে ফাঁস হয়েছে পুষ্পা ২। তাও আবার একেবারে এইচডি কোয়ালিটিতে।

প্রেক্ষাগৃহে গিয়ে পয়সা খরচ না করে বাড়ি বসেই যখন নিখরচায় সিনেমা দেখা যাচ্ছে বিভিন্ন জাল ওয়েবসাইটে তখন অনেকেই সেই বিনা পয়সার পথ অবলম্বন করে থাকেন। আপনিও যদি মনে করে থাকেন ভুয়ো ওয়েবসাইট থেকে পুষ্পা ২ ডাউনলোড করে দেখবেন তাহলে সাবধান। 'পাইরেসি'র (Piracy) শিকার হতে পারেন আপনি। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। হতে পারে লক্ষাধিক টাকার জরিমানা।

ভারতে ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে ২০১৩ সালে 'পাইরেসি' সংক্রান্ত কিছু পরিবর্তন আনা হয়। এই আইনের অধীনে পাইরেসির অপরাধে কেউ দোষী প্রমাণিত হলে নির্দিষ্ট ব্যক্তিকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়াও ছবি নির্মাণের খরচের ৫ শতাংশ পরিমাণ সেই ব্যক্তির উপর জরিমানা হিসাবে চাপানো হয়।