ঝুকেগা নেহি... সত্যি ঝোঁকানো যাচ্ছে না পুষ্পা-র বক্স অফিস সাফল্যকে। শ্যুটিং শুরুর আগেই এক হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলল দক্ষিণের মহাতারকা আল্লু অর্জুনের পুষ্পা টু। মিউজিক, টিভি এবং ওটিটি স্বত্ত্ব থেকে 'পুষ্পা টু বা পুষ্পা: দ্য রুল ' সব মিলিয়ে হাজার কোটি টাকার আয় করেছে বলে খবর। বলিউডের পাশাপাশি দক্ষিণের তারকাদের সিনেমা রিলিজের আগেই টিভি, ওটিটি সম্প্রচার স্বত্ব থেকে বহু টাকা রোজগার করে। তবে লাল চন্দনের কারবাবীর সাহসের ওপর তৈরি 'পুষ্পা টু'-র শ্যুটিং শুরুর আগে হাজার কোটির ব্যবসা আগের সব রেকর্ড ভেঙে দিল। পুষ্পা-র দ্বিতীয় ভাগেই আল্লু অর্জুন, রাশ্মীকা মন্দনার সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা অভিনেত্রী সাই পল্লবীকেও।
২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেওয়া 'পুষ্পা: দ্য রাইজ'-র দ্বিতীয় পার্টের রিলিজের কথা চলতি বছর ১৬ ডিসেম্বর। ঘোর করোনার মাঝেও 'পুষ্পা: দ্য রাইজ' বক্স অফিসে ঝড় তুলে সাড়ে ৩৫০ কোটি টাকারও বেশী ব্যবসা করেছিল। আরও পড়ুন-হোলিতে হট অবতারে ঝুমা বৌদি!
আল্লু অর্জুন, রশ্মিকা মন্ধনা অভিনীত এই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আর দ্বিতীয় পার্টের প্রতীক্ষার কথা ভেবেই রিলিজের অনেক আগেই হাজার কোটির ব্যবসা করে ফেলল। পুষ্পা সিনেমার কাহিনি, পরিচালনা, সংলাপের পাশাপাশি তেরি ঝলক সরফি...র মত গান ও নাচে গোটা দেশকে মাতিয়েছিল।
বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। 'পুষ্পা: দ্য রাইজ'সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি টাকা। এবার সেখানে বাজেট 'পুষ্পা দ্য রুল'-র বাজেট হচ্ছে ৪০০ কোটি টাকা।