মুম্বই, ৭ নভেম্বর: ফের ধামাকা পুষ্পা টু-এর (Pushpa 2)। অল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা মুক্তি পেতেই, বক্স অফিসে ধামাকা শুরু করেছে। মুক্তির প্রথম দিনেই পুষ্পা ২৭০ কোটির ব্যবসা করেছে। দেশের পাশাপাশি বিদেশের যে জায়গাগুলিতে পুষ্পা দেখা যাচ্ছে, সবকিছু মিলিয়েই অল্লু অর্জুনের ছবি প্রথম দিনে ২৭০ কোটির ব্যবসা করে ফেলেছে। ফলে পুষ্পা দিয়ে অল্লু অর্জুন ফের নয়া রেকর্ড গড়তে চলেছেন বলেই মনে করছন সিনে বিশেষজ্ঞরা।
পুষ্পা টু মুক্তি পেতেই দেশের যে সমস্ত রাজ্যগুলিতে ধামাকাদার ব্যবসা করেছে সেই তালিকা দেখুন...
অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গায় পুষ্পার ব্যবসা ৮৫ কোটি
কর্ণাটকে আয় ২০ কোটি
তামিলনাড়ুতে ১২ কোটি
কেরলে ৮ কোটি
দেশের বাকি অংশে প্রথম দিনে পুষ্পার ব্যবসা ৭৫ কোটি।
রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে গোটা দেশ জুড়ে পুষ্পা ব্যবসা করেছে ২০০ কোটি। দেশের বাইরে এই বযবসার অঙ্ক ৭০ কোটি। সব মিলিয়ে অল্লু অর্জুনের সিনেমা মুক্তি পেতেই তা ১০০ ছাড়িয়ে ২০০ পার করে ৩০০ কোটির দিকে ছুটছে। পুষ্পা টু-তে রয়েছেন অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল।
পুষ্পারমত পুষ্পা টু-তেও চন্দন কাঠের জঙ্গল, ব্যবসা নিয়ে পুলিশের সঙ্গে গ্যাংস্টার পুষ্পার লড়াই দেখা যাবে। সবকিছু মিলিয়ে পুষ্পা রাজ-এর মত পুষ্পা টু ও প্রথম দিন থেকেই অন্য সব ছবির রেকর্ড ভাঙতে শুরু করেছে।