photo credit Twiter

প্রয়াত পাকিস্তানের খ্যাতনামা  কবি ও গীতিকার আমজাদ ইসলাম আমজাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্র মোতাবেক জানা গেছে হার্ট অ্যাটাকে প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেন আদনান সামি। তাঁর সঙ্গে বহু প্রজেক্টে তিনি কাজও করেছেন বলে জানিয়েছেন সামি।

১৯৪৪ সালে লাহোরে জন্মগ্রহন করেন পাকিস্তানের খ্যাতনামা এই কবি। ভালবাসা এবং রোমান্সের কবি হিসেবেই পরিচিত ছিলেন তিনি। জীবনকালে অসাধারন কাজের জন্য প্রাইড অফ পারফর্ম্যান্স এবং সিতারা ই ইমতিয়াজ সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন তিনি।

ওয়ারিস, সামন্দর, ওয়াক্ত, দেহলিজ, রাত, আপনে লোগ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাজের নির্দশন। এছাড়া আফ্রিকান কবির  'কালে লোগো কি রশন নজমের' কবিতা উর্দু ভাষায় প্রকাশ করেন তিনি । 'মন কি লগন' নামের বলিউডের একটি জনপ্রিয় গানের গীতিকার হলেন আমজাদ ইসলাম আমজাদ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের শিল্পী ও কলাকুশলীরাও।