প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দুনিয়া জুড়ে ওটিটি ব্যবসার সিংহভাগ শেয়ার দখল করে থাকা নেটফ্লিক্স-এর রাজ থামাতে কোমর বেঁধে নেমেছে অনেক বড় সংস্থা। নেটফ্লিক্সে টেক্কা দিতে সবচেয়ে বেশী ময়দানে নেমেছে আমেরিকার জনপ্রিয় এনবিসি ইউনিভার্সাল টিভি অ্যান্ড স্ট্রিমিং ওটিটি 'পিকক'(Peacock)। কিন্তু ওটিটি-র পিছনে রেকর্ড অর্থ বিনিয়োগ করা 'পিকক' চলতি বছর এখনও পর্যন্ত ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার লোকসান করে ফেলেছে।

বছর শেষে পিকক-এর মোট ৩ বিলিয়ন মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার ৬৯০ কোটি টাকা) ক্ষতি হতে চলেছে। তবে তাতেও দমছে না 'পিকক'। আগামী দিনে আরও অর্থ খরচ করে ওটিটি দর্শকদের মন জেতার চেষ্টা চালিয়ে যাবে বলে পিকক কর্তৃপক্ষের দাবি।

দেখুন টুইট

বড় প্রযোজনা সংস্থা বড় বাজটের সিনেমা কিনতে, কনটেন্ট গবেষণা, বড় পরিবাচলকদের দিয়ে ওয়েব সিরিজ বানাতে জলের মত অর্থ খরচ পিকক। এমন খবর বেশ কয়েক মাস ধরেই লিখছে মার্কিন সংবাদসংস্থা। নেটফ্লিক্সে টেক্কা দিতে রেকর্ড অর্থ খরচ করে ঈর্ষণীয় কনটেন্ট লাইব্রেরি বানাতে গিয়ে পিকক দু পকেটে উল্টে দিচ্ছে। তবে সেইভাবে সাবস্ক্রাইবার এখনও জুটছে না। নেটফ্লিক্সের মত পিকক গোটা বিশ্ব তাদের কনটেন্ট ছড়িয়ে দিতে নেমেছে। পিকক-এর সিনেমা, ওয়েব সিরিজ, অরিজিন্যাল ভারতে দেখা যায় জিও সিনেমা অ্যাপের মাধ্যমে।