১২ তারিখের বেলা ১১টা কখন বাজবে তার অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার(Shahrukh Khan- Deepika Padukone) অনুরাগীরা। অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল পাঠানের প্রথম গান- বেশরম।
ছবির প্রথম গানে উষ্ণ মেজাজেই ক্যামেরার সামনে ধরা দেবেন দীপিকা ও শাহরুখ। সেই ইঙ্গিত গতকালই দিয়েছিলেন শাহরুখ। সমুদ্রের মাঝে বোটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস। মাথায় পনি টেল। গলায় রুপোলি চেন। সাদা শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সুঠাম চেহারা। সঙ্গে লিখেছিলেন, “বেসরম (অসভ্য) রং। গান মুক্তি পাবে আগামী কাল সকাল ১১টায়।”ফলে নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল।
View this post on Instagram
কুমারের লেখা গানটির সুর সাজিয়েছেন বিশাল ও শেখর। সংগীত পরিচালক জুটির তত্ত্বাবধানে গানটি গেয়েছেন শিল্পা রাও, কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। সকাল ১১ টায় গান মুক্তি পেতেই ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১.৫ মিলিয়ন দর্শক। প্রতি মিনিটে বেড়ে যাচ্ছে দর্শকদের সংখ্যা। আপনিও দেরী না করে দেখে ফেলুন-