শাহরুখ খানের 'পাঠান'কে থামানো যাচ্ছে না। ২৫ জানুয়ারি রিলিজ হওয়া 'পাঠান'কে নিয়ে দেশ-বিদেশের দর্শকদের উন্মাদনা অব্যাহত। পাঁচ বছর বড় পর্দায় শাহরুখের সিনেমা আসতেই যেন হামলে পড়েছেন ভক্তরা। বয়কট গ্যাংকে বাড়ি পাঠিয়ে মুম্বই থেকে মালদা, বিহার থেকে বেহালা-সব জায়গাতেই 'পাঠান'কে গিরে ক্রেজ। আর এই উন্মাদনায় ভর করে বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্যের পথে যশ চোপড়ার ব্যানারে কিং খানের এই স্পাই থ্রিলার। রিলিজের পর তৃতীয় দিনে গোটা বিশ্বে ৩১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলল পাঠান।
প্রথম হিন্দি সিনেমা হিসেবে তিন দিনের মধ্যেই বক্স অফিসে ৩০০ কোটির বেশী ব্যবসা করার নজির গড়ল পাঠান। অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ার পর তিন দিনের ব্যবসার বিচারে দেশের সর্বকালের নন হলিডে রিলিজ সফল সিনেমা এখন পাঠান। আরও পড়ুন-তিহার জেলের মধ্যে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব সুকেশের, চাঞ্চল্যকর দাবি চাহাত খান্নার
দেখুন টুইট
‘PATHAAN’: ₹ 313 CR WORLDWIDE *GROSS* IN 3 DAYS… #Pathaan is the FASTEST #Hindi film to breach ₹ 300 cr mark [GROSS] in *3 days*…
WORLDWIDE [#India + #Overseas] *Gross* BOC… *3 days*…
⭐️ #India: ₹ 201 cr
⭐️ #Overseas: ₹ 112 cr
⭐️ Worldwide Total *GROSS*: ₹ 313 cr
??? pic.twitter.com/caFDbR4q3q
— taran adarsh (@taran_adarsh) January 28, 2023
বৃহস্পতিবার রিলিজ হওয়া পাঠান তিন দিনে ভারত থেকে ২০১ কোটি টাকার ব্যবসা করেছে। আর বিদেশের বক্স অফিস থেকে রোজগার করেছে ১১২ টাকা টাকা। যেভাবে পজেটিভ সমালোচনা আসছে সিনেমার, তাতে ব্যবসায়িক দিক থেকে দেশের সফলতম সিনেমার তকমা পেতে চলেছে পাঠান। তবে পাঠানের সামনে চ্যালেঞ্জ আগামী সোমবার থেকে। সেদিন থেকে পুরো দমে অফিস-ব্যবসা-স্কুল-কলেজ খুলে যাচ্ছে। তার মধ্যে পাঠান ক্রেজ সামান্যও থাকলেই বক্স অফিসে সাফল্যের বিচারে সর্বকালের সেরা সিনেমা হতে চেলছে পাঠান।