ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২৬ এপ্রিল : করোনায় আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন বিজেপির (BJP) তারকা প্রার্থী।

পার্নো জানান, তিনি করোনায় আক্রান্ত। তবে শুভাকাঙ্খীদের  ভালবাসা এবং শুভেচ্ছায় তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। গত ৭ দিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যেন নিজেদের করোনা (Corona) পরীক্ষা করিয়ে নেন এবং সাবধানে থাকেন বলে আবেদন জানান বরাহনগরে বিজেপির এই হেভিওয়েট প্রার্থী।

আরও পড়ুন : Salman Khan : গরিবের 'মসিহা', কোভিড যোদ্ধাদের জন্য খাবার গোছাচ্ছেন সলমন খান

এসবের পাশাপাশি পার্নো আরও জানান, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যেন প্রত্যেকে সাবধানে থাকেন। মাস্ক ব্যবহার করে প্রত্যেকে নিজেদের সুরক্ষিত রাখুন বলেও আবেদন জানান পার্নো।

 

গত ১৭ এপ্রিল বরাহনগরে পার্নো মিত্রর কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল। ভোটের আগে শেষ প্রচারে আলমবাজারে বিজেপির মিছিল এবং পার্নোর উপর তৃণমূল কংগ্রেসের (TMC) বেশ কয়েকজন কর্মী হামলা চালান বলে অভিযোগ করেন অভিনেত্রী। যা নিয়ে কার্যত শোরগোল শুরু হয়ে যায় বরাহনগরে।