Pankaj Tripathi: স্বজনহারা পঙ্কজ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গে আসার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ভগ্নিপতির
Pankaj Tripathi (Photo Credits: X)

পথ দুর্ঘটনায় স্বজনকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতির। গুরুতর জখম হয়েছেন বোন সবিতা তিওয়ারি। ধানবাদের শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ দিল্লি-কলকাতা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার (Pankaj Tripathi) বোন-ভগ্নিপতির গাড়ি। পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি এবং ভগ্নিপতি রাকেশ তিওয়ারি বিহারের গোপালগঞ্জ জেলা থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন। মাঝ পথে ঝাড়খণ্ডের ধানবাদের নিরসা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সোজা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে দ্রুত গতির গাড়ি। গতি এতটাই বেশি ছিল ধাক্কা লাগতেই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাতীয় সড়কের উপর কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময়ে গাড়ি চালাচ্ছিলেন পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) ভগ্নিপতি রাকেশ তিওয়ারি। ধানবাদের নিরসা বাজার এলাকায় দুর্ঘটনার মুহূর্ত জাতীয় সড়কের সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন... 

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে পুলিশ শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান,মৃত্যু হয়েছে রাকেশ তিওয়ারির। অন্যদিকে অভিনেতার বোন বিপদমুক্ত। তবে তাঁর পা ভেঙে গিয়েছে। গত বছরেই বাবাকে হারিয়েছিলেন পঙ্কজ (Pankaj Tripathi)। বছর ঘুরতে না ঘুরতেই ফের পরিবারে শোকের ছায়া।