Mawra Hocane, Saba Qamar (Photo Credit: Instagram)

মুম্বই, ২ জুলাই: পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকানে (Mawra Hocane) এবং সাবা কামারের (Saba Qamar) ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে দেওয়া হল ভারতে (India)। তবে ফাওয়াদ খান (Fawad Khan), মাহিরা খান (Mahira Khan) এবং হানিয়া আমিরের (Hania Amir) প্রোফাইল এখনও পর্যন্ত বন্ধই রয়েছে। পহেলগামে জঙ্গি হামলার জেরে পরপর যখন নীরিহ মানুষের প্রাণ যায়, সেই সময় থেকে পাকিস্তানি অভিনেতা, শিল্পীদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের কোনও পোস্টার বা ছবি যাতে ভারতে ব্যবহার করা না হয়, সে বিষয়ে দেওয়া হয় নির্দেশ।

পহেলগামে জঙ্গি হামলার পর ওই নির্দেশের জেরে পাক অভিনেতা ফাওয়াদ খান এবং বলিউড অভিনেত্রী বাণী কাপুরের সিনেমা আবীর গুলাল-কে নিষিদ্ধ করা হয়। আবীর গুলাল-এর পর দিলদিৎ দোসাঞ্জ এবং পাক অভিনেত্রী হানিয়া আমিরের সিনেমা সর্দারজি থ্রি-ও ভারতে মুক্তি পায়নি। যা নিয়ে ফের জোরদার বিতর্ক হয়েছে।

আরও পড়ুন: Abhijeet On Diljit: 'হিন্দুস্থান কি কারও বাপের সম্পত্তি?' সর্দারজি থ্রি ভারতে মুক্তি না পেতেই মন্তব্য ক্ষিপ্ত দিলজিৎ-এর, অভিজিৎ পালটা বললেন, 'হ্যাঁ হিন্দুস্থান আমাদের...'

দিলজিৎ এবং হানিয়া আমিরের ছবি পাকিস্তানে মুক্তি পেতেই সেখানে ১২০০ কোটির বেশি টাকার ব্যবসা করে। তবে ভারতে ওই ছবিকে মুক্তি দেওয়া হয়নি। যা নিয়ে বিতর্ক অব্যাহত। তার মাঝেই এবার মাওরা হকানে এবং সাবা কামারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে দেখা যাচ্ছে।

মাওরা হকানে এবং  সাবা কামারের পাশাপাশি পাকিস্তানের আহাদ রাজা মীর, উমনা জাইদি এবং দানিশ তাইমুর, এই অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টও খোলা যাচ্ছে ভারত থেকে।