বলিউডে এবার পরিচালক বদল৷ ছবির শুটিং শুরুর আগেই বদলে গেল পরিচালক৷ এমন ঘটনা ঘটেছে অভিনেত্রী তাপসী পান্নুর পরবর্তী ছবি ‘সাবাস মিথু’-র ক্ষেত্রে৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের জীবন কেন্দ্রিক ছবি হতে চলেছে ‘সাবাস মিথু’৷ ২০১৯-এর শেষের দিকে ছবির কাজ শুরুর আগেভাগে চিত্রনাট্য, পরিচালক, অভিনেত্রী সবই নির্দিষ্ট হয়ে যায়৷ ‘সাবাস মিথু’-র পরিচালনার দায়িত্ব পান ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া৷ আচমকাই জানা গেল, ‘সাবাস মিথু’-র পরিচালনার দায়িত্বে নেই রাহুল৷ তাঁর জায়গায় এসেছেন বাংলা ছবির প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)৷ ক্রিকেট ভক্ত সৃজিত এহেন গুরু দায়িত্ব পেয়ে একেবারে অভিভূত৷ অন্যদিকে প্রিয় ছবির দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে অভিমানী রাহুল ঢোলাকিয়া৷
এদিকে রাহুল ঢোলাকিয়া কেন বাদ পড়েছেন জানেন না৷ তবে এই ছবির সঙ্গে যে তাঁর হৃদ্যতা তৈরি হয়েছিল তা বলতে ভোলেননি৷ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন৷ মঙ্গলবার রাতেই এনিয়ে টুইটারে পোস্টও করেন তিনি৷ লেখেন, “তুমি জানতে এই ছবিটা তুমি পরিচালনা করছ। কিন্তু দুঃখজনক, আচমকাই এই ছবির সঙ্গে তোমার যাত্রা থমকে যায়। এই ছবির সঙ্গে একাধিক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। তাই এই বিবৃতি লেখার সময়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।” আরও পড়ুন-JP Nadda Pays Tribute To Syama Prasad Mukherjee: মৃত্যুবার্ষিকীতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জেপি নাড্ডার, কী বললেন তিনি?
#ShabaashMithu: RAHUL DHOLAKIA ISSUES STATEMENT... pic.twitter.com/J6D2qpWpBH
— taran adarsh (@taran_adarsh) June 22, 2021
সৃজিত মুখোপাধ্যায় মিতালী রাজকে নিয়ে ছবি পরিচালনার দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি৷ কত তাড়াতাড়ি ছবির কাজ শেষ করে তা প্রচারের আলোয় নিয়ে আসা যায় তাই ভাবছেন পরিচালক৷