গ্র্যামির (Gammy 2020) মঞ্চে নেকলাইন পোশাক (Neckline Dress) পরে হেঁটে একেই বিতর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার গ্র্যামি নিয়ে উঠল আরও এক সমালোচনার ঝড়। তবে প্রিয়াঙ্কা নয়, নেট পাড়ায় ট্রোলড হলেন প্রিয়াঙ্কাপতি নিক জোনাস (Nick Jonas)। তবে কোনও বিতর্কিত বিষয় নয়, তিনি ট্রোলড হলেন হাসির পাত্র হয়ে। আর হাসির উপলক্ষ্য বস্তু হল নিক জোনাসের দাঁত (Teeth)। গান গাইবার সময় তাঁর দাঁতে নাকি লেগেছিল খাবারের কণা (Food)। যা আলোর ঝলকানির সঙ্গে সঙ্গে দর্শকদের নজরে আসতেই হাসির খোরাক হলেন তিনি।
কী অবাক হলেনা নাকি? আজ্ঞে হ্যাঁ, নিকের দাঁত নিয়েই এখন মশকরায় ব্যস্ত নেটিজেনরা। গত রবিবার রাতে লস অ্যাঞ্জেলসে (Los Angeles) আয়োজিত গ্র্যামি ২০২০ মঞ্চে পারফর্ম করেন 'জোনাস ব্রাদার্স (Jonas Brothers)।' অর্থাৎ নিক জোনাস ও তাঁর দুই ভাই কেভিন ও জো জোনাস-এর গানের দল। মঞ্চে গান গাওয়ার সময়ই ক্যামেরাবন্দি বেশকিছু ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যাতে নেটিজেনরা খেয়াল করেছেন নিকের দাঁতের ফাঁকে খাবারের কিছু অংশ আটকে রয়েছে। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মশকরায় ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ বলেন, জোনাস ব্রাদার্সের কেউই নিককে বিষয়টি বলেননি। তাঁকে নিয়ে নেটিজেনদের ঠাট্টা নজর এড়ায় নিক জোনাসেরও। তিনি মজা করেই সকলের মশকরার জবাবও দিয়েছেন। এদিকে গ্র্যামির মঞ্চে খোলামেলা পোশাক পরা নিয়ে কড়া নিন্দার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। আরও পড়ুন: Choreographer Ganesh Acharya: অ্যাডাল্ট ভিডিও দেখতে বাধ্য করার অভিযোগ, কাঠগড়ায় বি-টাউনের কোরিওগ্রাফার গণেশ আচার্য
Is Nick Jonas on the #GRAMMYs stage with spinach or something in his teeth?!? pic.twitter.com/BKWREj4U3l
— Nicole Perez (@nicole_perez1) January 27, 2020
And at least you all know I eat my greens. 🤪
— Nick Jonas (@nickjonas) January 27, 2020
প্রতিক্রিয়া দিয়ে নিক জানিয়েছেন, 'আপনারা তো জানেনই আমি শাকসবজি (Greens) খাই।'