প্রবীন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দেখতে হাসপাতালে এলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুকে ব্যথা নিয়ে শনিবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান তারকা। হাসপাতাল সূত্রে খবর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে বর্তমানে মিঠুনের অবস্থা অনেকটাই স্থিতিশীল। সোমবার সকাল সকাল দলের 'সহযোদ্ধ'কে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ। হাসপাতালের বেডে বসে থাকা মিঠুনের হাতে একখানা গোলাপ ধরিয়ে বিজেপি নেতা কানে কানে বললেন, 'যাক বোঝা গেল আপনার এখনও হার্ট আছে'। এরপরেই দুজনে হো হো করে হেসে ওঠেন।
রবিবার সন্ধ্যাতেই মিঠুনকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হাসপাতাল কেবিনের অন্দরের সেই ভিডিয়োও উঠে এসেছিল সংবাদ মাধ্যমে।
দেখুন ভিডিয়ো...
VIDEO | BJP MP Dilip Ghosh meets actor-turned-politician Mithun Chakraborty at Apollo Hospital in Kolkata.
The health condition of veteran actor and BJP leader Mithun Chakraborty has improved, and he is "quite stable", an official said on Sunday. Chakraborty, 73, was admitted to… pic.twitter.com/FNIJPKpF9c
— Press Trust of India (@PTI_News) February 12, 2024
দলের রাজনৈতিক নেতাদের পাশাপাশি মিঠুনের অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে এসেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। দেব, দেবশ্রী রায়, সোহমরা এসে দেখে গিয়েছেন প্রবীন অভিনেতাকে। রাজনৈতিক মতভেদ থাকলেও ইন্ডাস্ট্রির অন্দরে যে তাঁরা সকলেই তারকা। আর সেই জন্যেই মিঠুনকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব অবলীলায় বলেছিলেন ‘যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতিকে আমি সম্মান করি না।’