Mithun Chakraborty (Photo Credits: Facebook)

মুম্বই, ১৮ মেঃ  অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছে। বিএমসি (BMC) দাবি করেছে, মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার এরাঙ্গল গ্রামে মিঠুনের একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটিতে অবৈধ সংস্কার করেছেন অভিনেতা।

অবৈধ নির্মাণের অভিযোগে গত ১০ মে মিঠুন চক্রবর্তীকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বিএমসি। সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছিল মহাগুরুকে। নোটিসে বলা হয়েছে, বাড়ি সংস্কারের ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে নির্মাণ পরিকাঠামো ভেঙে ফেলা হবে। প্রয়োজন পড়লে আইনি পদক্ষেপও করা হতে পারে।

জানা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী একা নন, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তরফে অবৈধ নির্মাণের এই অভিযোগের নোটিস অনেকের কাছেই গিয়েছে। তবে অবৈধ ভাবে ভবন সংস্কারের অভিযোগ অস্বীকার করেছেন বর্ষীয়ান অভিনেতা। আইনি পথে বিষয়টির সমাধানের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গত সপ্তাহেই বিএমসি মালাড মাধ এলাকায় অবৈধ নির্মাণ বা সংস্কার ঘিরে তদারকি শুরু করে। পুরনিগম সূত্রে খবর, ওই এলাকা থেকে প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে প্রচুর বাংলোও রয়েছে। যা ভুয়ো নথি ব্যবহার করে গড়ে উঠেছে। ১৩০টি অবৈধ নির্মাণের তালিকাতেই রয়েছে মিঠুন চক্রবর্তীর বাড়িটিও। আগামী ৩১ মে-র মধ্যে ওই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন বিএমসি আধিকারিকেরা।