Photo Credit_Twitter

আবারো পর্দায় দেখা যাবে ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের নাচের ঝলক। তবে বড় পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে মাধুরী দীক্ষিত অভিনীত তার প্রথম অ্যামাজন অরিজিনাল সিনেমা 'মাজা মা ছবিটি । মাধুরী দীক্ষিত ছাড়াও এই ছবিতে আছেন গজরাজ রাও, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রজিত কাপুর, সিমোন সিং, ঋত্বিক ভৌমিক এবং অন্যান্যরা।

'মাজা মা' একটি পারিবারিক বিনোদন ভিত্তিক ছবি। ঐতিহ্যবাহী উৎসবের উদযাপনের পটভূমিতে এবং একটি বর্ণাঢ্য, রঙিন ভারতীয় বিবাহের পটভূমিকায়  তৈরি এই ছবি।মাজা মা' প্রযোজনা করেছে লিও মিডিয়া কালেকটিভ এবং অমৃতপাল সিং বিন্দ্রা। এটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি এবং লিখেছেন সুমিত বাথেজা।