Mahira Khan With Son (Photo Credit: Instagram)

দ্বিতীয়বার বিয়ে করলেন মাহিরা খান। দীর্ঘদিনের বন্ধু, তথা ব্যবসায়ী সালিম করিমের সঙ্গা গাঁটছড়া বাঁধেন রইস অভিনত্রী মাহিরা। পাকিস্তানেই বসে মাহিরা এবং সালিম করিমের বিয়ের আসর। যেখানে চেলে আজলানের হাত ধরে বিয়ের মণ্ডপে হেঁটে আসতে দেখা যায় শাহরুখের নায়িকাকে। ছেলে আজলানের হাত ধরে মাহিরা খান যখন বিয়ের মণ্ডপে হাজির হন, তখন চোখ ছলছল করে ওঠে সালিম করিমের। প্রসঙ্গত মাহিরা খানের সঙ্গে রণবীর কাপুর সম্পর্কে জড়িয়েছেন বলে এক সময় জোর গুঞ্জন শুরু হয়। দুবাইতে একটি  অনুষ্ঠানে হাজির হলে, সেখানে রণবীর এবং মাহিরাকে গল্প করতে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। যে গুঞ্জনকে মাহিরা খান নস্যাৎ করে দেন। রণবীর কাপুরকেও কখনও এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram