Photo Credit_Instagram

হাতে আর মাত্র কয়েকটা দিন, ক্যালেন্ডার জানান দিচ্ছে আশ্বিনের আর বেশি দেরি নেই। ভাদ্রের বিক্ষিপ্ত বৃষ্টি খানিক মন ভার করালেও পুজোর প্রস্তুতিতে তাঁর কোন খামতি দেখা যাচ্ছে না। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের ভোরে মহিষাসুরমর্দিনীর অপেক্ষায়  দর্শকরা।  ইতিমধ্যেই মহালয়ার ভোরে কোন চ্যানেলে কোন অভিনেত্রী মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন তা সামনে এনেছে লেটেস্টলি বাংলা (Latestly Bangla)।

জি বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু সিংহবাহিনী ত্রিনয়নী নামক অনুষ্ঠানের দেবীর বাকি রূপ গুলিতে দেখা যাবে  প্রতিটি ধারাবাহিকের প্রধান চরিত্রদের, যারা  আশ্বিনের সকালে হাজির হবেন আপনার টিভি র পর্দায়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমোঘ কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুনে আপনি চোখে রাখতেই পারেন টিভিতে। তবে তাঁর আগে দেখে নিন কারা থাকছেন দেবী রূপে-

মহালয়ার সকালে দর্শক শ্বেতা ভট্টাচার্যকে পাবেন পার্বতী হিসেবে। গোলাপি পোশাকে বড়ই স্নিগ্ধ শ্বেতা।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

মিঠাই ওরফে সৌমিতৃষা তুলে ধরবেন মা দুর্গার আরও এক রূপ। তাঁকে দর্শক পাবেন দেবী জয়দুর্গা রূপে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

জনপ্রিয়তায় এই মুহূর্তে রঞ্জা ওরফে ইধিকা পাল রয়েছেন বেশ উচ্চাসনেই। পিলু ধারাবাহিকে দেখা যায় তাঁকে।রঞ্জাকে পাওয়া যাবে দেবী চন্ডিকা হিসেবে। তাঁর রুদ্ররূপ আপনার মনে ভয় ধরাতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

‘লাল কুঠি’ ধারাবাহিক টিআরপির তালিকায় বেশ খানিক পিছিয়ে। তবে ওই ধারাবাহিকে লিড চরিত্রে রয়েছেন রুকমা রায়। তিনি কিন্তু দর্শকমহলে বেজায় পরিচিত। তাঁকে দেখা যাবে স্কন্দমাতার চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

দেবী জগদ্ধাত্রী রূপে হাজির হবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর হংসিনী ওরফে শারলি মোদক

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

এই মুহূর্তে টিআরপি তালিকায় মিঠাইকেও পিছনে ফেলে দিয়েছে গৌরী। মহালয়ার সকালে দেবী গন্ধেশ্বরী রূপে হাজির হবেন তিনিও।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

দেবী কুষ্মান্ডা রূপে পিলু ওরফে মেঘা দাঁ।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

মহা সরস্বতীর বেশে অন্বেষা হাজরাকে দেখা যাবে এই প্রভাতী অনুষ্ঠানে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)